প্রাথমিকে প্রশিক্ষণহীনদের প্রশিক্ষণ নেওয়ার বিশেষ সুবিধা: প্রশিক্ষণহীন প্রার্থীরা প্রশিক্ষণ ছাড়া আর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসার সুযোগ পাবেন না, তবে হ্যা আপনি যদি কোনো ন্যাশন্যাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS)-এর অধীনস্থ স্কুলের শিক্ষক-শিক্ষিকা হন তাহলে  আপনিও পেতে পারেন এই বিশেষ সুবিধা ৷ যে সকল অপ্রিশক্ষিত শিক্ষক-শিক্ষিকা রাষ্ট্রীয় স্কুল বিদ্যালয় শিক্ষা সংস্থান বা ন্যাশন্যাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS)-এ কর্মরত, তাঁদের জন্য কেন্দ্রীয় সরকার একটি বিশেষ সুবিধা প্রদান করতে চলেছে, যেখানে আপনি খুব সহজে এবং অল্প সময়ে অর্থাৎ ২০১৯ সালের আগেই  প্রশিক্ষিত হিসেবে মর্যাদা পেতে পারেন ৷

প্রাথমিকে প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার

d.ed traning for primary tet


প্রথমত, যদি ন্যাশন্যাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (NIOS)-এ কর্মরত, কোনো  প্রশিক্ষণহীন শিক্ষক-শিক্ষিকা থাকেন, বং তাঁরা যদি স্নাতক হন, তাহলে উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর না থাকলেও চলবে৷
দ্বিতীয়ত,(NIOS)-এ কর্মরত  শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে যাঁরা বিএড পাস, তাদের জন্য ৬ মাসের একটি বিশেষ প্রশিক্ষণ হবে৷ 
তৃতীয়ত, যারা সংরক্ষিত প্রার্থী অর্থাৎ SC,ST,OBC,PH তারা ডিএলএড করতে চাইলে তাঁদের উচ্চমাধ্যমিকে নূন্যতম ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে তবে স্নাতক হলে উচ্চমাধ্যমিকে এই নম্বর আবশ্যিক নয়৷
চতুর্থত,যারা কনট্রাকচ্যুয়াল বা গেস্ট টিচার তারা  এই কোর্সের জন্য কোনওভাবেই আবেদন করতে পারবেন না৷
প্রশিক্ষণ নেওয়ার  পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জারি হবে৷

N.B:-The above topics are provided only for information on job applicants and students.These information collected from various websites, government agencies recruitment Notification and employment news.JOBCEL.IN is not a recruiting agency or carries out any kind of recruitment process,JOBCEL.IN only provides basic information about India's various jobs assignments.Therefore, we are requested all the job applicants to look into the governmental / non-governmental website and go through all details of the recruitment.

বিঃদ্র:-উপরের দেওয়া বিষয়বস্তূ কেবলমাত্র চাকরি প্রার্থীদের ও শিক্ষার্থীদের তথ্যের উদেশ্যে দেওয়া হয় | এই তথ্যগুলি বিভিন্ন ওয়েবসাইট,সরকারি সংস্থার নিয়োগের প্রতিবেদন ও কর্মসংস্থান সংবাদ থেকে সংগৃহিত | JOBCEL.IN কোনো রিক্রুইটিং এজেন্সী নয় বা কোনো ধরণের নিয়োগ প্রক্রিয়া বহন করে না,JOBCEL.IN কেবলমাত্র ভারতের বিভিন্ন নিয়োগের মৌলিক তথ্য প্রদান করে থাকে | আর তাই সমস্ত চাকরি প্রার্থীদের অনুরোধ করা যাচ্ছ যে নিয়োগের সম্পূর্ণ বিবরণের জন্য সরকারি/বেসরকারি সংস্থার ওয়েবসাইট গুলি খতিয়ে দেখে নিবেন।

Post a Comment

{picture#https://s10.postimg.org/ptcnii1i1/Kousik.jpg} WE ALWAYS TRY TO GIVES YOU SOMETHING SPECIAL !! {facebook#https://facebook.com/jobscel} {twitter#https://twitter.com/jobcel2017} {google#https://google.com} {pinterest#https://pinterest.com} {youtube#https://youtube.com} {instagram#https://instragram.com}
Powered by Blogger.