রাজ্যের প্রায় প্রতিটি স্কুলে এই মিড ডে মিল ব্যবস্থা চালু রয়েছে। এর লক্ষ্য ছিল মূলত দরিদ্র পরিবার থেকে আসা ছাত্রছাত্রীরা যাতে স্কুলে গিয়ে পেট ভরে খাবার পায় তার জন্যই এই মিড ডে মিল প্রথা। কিন্তু এই মিড ডে মিলের মান নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন উঠেছে। নিম্ন মানের সামগ্রী ব্যবহার কিম্বা মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ার মত বিষয়ও নতুন নয়। এবার সেই সমস্যা দূর করতেই এবার উদ্যোগী হল রাজ্য সরকার। মিড ডেমিলের যাবতীয় দেখভাল করবেন এই সুপারভাইজাররা। খাবারের মান, রান্নার পদ্ধতি সহ গোটা মিড ডে মিল ব্যবস্থার তদারকি করবেন তারা।
Information Collected from 24 ghanta
Post a Comment