১৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডি-র পরীক্ষা। সেই পরীক্ষার অন-লাইন কম্পিউটার বেসড এক্সামিনেশনে পশ্চিমবঙ্গের বহু প্রার্থীকেই পরীক্ষা দিতে যেতে হবে ভুবনেশ্বরে। আবেদনকারী প্রার্থীদের যাতে কোনওরকম অসুবিধে না হয় তাই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের। মোট ১২ জোড়া ট্রেনের ব্যবস্থা করেছে দক্ষিণ-পূর্ব রেল।
০৮০৩৭ শালিমার-ভুবনেশ্বর 'পরীক্ষা স্পেশাল' ট্রেন শালিমার স্টেশন ছাড়বে সন্ধ্যে ০৬:৫০ মিনিটে। ট্রেনটি ভুবনেশ্বর পৌঁছবে পরের দিন রাত ০২:৪৫ মিনিটে।
০৮০৩৮ ভুবনেশ্বর-শালিমার 'পরীক্ষা স্পেশাল' ফিরতি ট্রেনটি রাত ০৮:০০ টায় ভুবনেশ্বর থেকে ছাড়বে। শালিমারে পৌঁছবে পরের দিন ভোর ০৪:৩০ মিনিটে।
Post a Comment